আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বিআরটিসি’র বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপতৎপরতাকারীদের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা। চেয়ারম্যান তাজুল ইসলামের নেতৃত্বে ঘুরে দাঁড়ালো বিআরটিসি। এডভোকেট সোহানা তাহমিনার মনোনয়ন বৈধ ঘোষণা উচ্চ আদালতে। মুন্সিগঞ্জ-২ আসনে ট্রাক প্রতিক নিয়ে নির্বাচন করবেন এড, সোহানা তাহমিনা। লৌহজংয়ে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হল মহান বিজয় দিবস। লৌহজং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার আয়োজন। লৌহজংয়ে আদালতের রায় অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ, মানবেতর জীবন-যাপন ভুক্তভোগী পরিবার। লৌহজংয়ে ভাওতা দিয়ে লবণের বিনিময়ে সর্বস্ব লুট! লৌহজংয়ে ৫ জয়িতার সম্মাননা লাভ।
||
  • Update Time : আগস্ট, ২৪, ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ

যাত্রাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১০ টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩১ লাখ টাকা জরিমানা!

এম রাসেল সরকার: রাজধানীতে অনুমোদন হীন ও বিভিন্ন নকল পর্ণ্য সামগ্রী বাজারজাত ও বিক্রি করার অপরাধে ১০ টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার র‌্যাব- ১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এম. ফখরুল হাসান জানান, বুধবার সকাল ১০ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরায় পৃথক তিনটি এলাকায় ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি গতকাল ১০ টায় শুরু হয়ে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টায় শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম।

তিনি আরো জানান, অভিযান কালে র‌্যাব-১০ এর সমন্বয়ে গঠিত একটি দল ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এ সময় বিএসটিআই’র প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এম. ফখরুল হাসান জানান, জরিমানা করা প্রতিষ্ঠান গুলো হলো- কোয়ালিটি মেটালকে নগদ- ১ লাখ টাকা, অন্নেশা কর্পোরেশনকে নগদ- ১০ লাখ টাকা, ন্যাং-ফ্যাং ক্যাবলসকে নগদ- ২ লাখ টাকা, ফাহিম প্লাস্টিককে নগদ- ২ লাখ ৫০ হাজার টাকা, সাবিয়া এন্ড সামিয়া পাইপকে নগদ- ২ লাখ ৫০ হাজার টাকা, শাফায়াত কনজিউমার প্রোডাক্টসকে নগদ- ২ লাখ টাকা, রেনটা ফুড এন্ড কনজিউমারকে নগদ- ২ লাখ টাকা, তৃশা ইলেকট্রো প্রোডাক্টসকে নগদ- ৫ লাখ টাকা, হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ- ২ লাখ টাকা ও রিয়াল পলিমার এন্ড পাইপকে নগদ- ২ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি জানান, এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ওই ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি ও ভেজাল ভোজ্যতেল জব্দ ও ধ্বংশ করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদন হীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও পড়ুন