আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বিআরটিসি’র বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপতৎপরতাকারীদের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা। চেয়ারম্যান তাজুল ইসলামের নেতৃত্বে ঘুরে দাঁড়ালো বিআরটিসি। এডভোকেট সোহানা তাহমিনার মনোনয়ন বৈধ ঘোষণা উচ্চ আদালতে। মুন্সিগঞ্জ-২ আসনে ট্রাক প্রতিক নিয়ে নির্বাচন করবেন এড, সোহানা তাহমিনা। লৌহজংয়ে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হল মহান বিজয় দিবস। লৌহজং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার আয়োজন। লৌহজংয়ে আদালতের রায় অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ, মানবেতর জীবন-যাপন ভুক্তভোগী পরিবার। লৌহজংয়ে ভাওতা দিয়ে লবণের বিনিময়ে সর্বস্ব লুট! লৌহজংয়ে ৫ জয়িতার সম্মাননা লাভ।
||
  • Update Time : জুলাই, ২২, ২০২৩, ৪:৪৫ অপরাহ্ণ

দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান – এ্যাড. সুজিত অধিকারী!

মোঃ মানছুর রহমান (জাহিদ)পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৪ বছরের বেশি সুষ্ঠভাবে দেশ পরিচালনা করছেন।এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পযর্ন্ত তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের ব্যাপক উন্নয়ন করেছেন।

আজ তার বাস্তব উদাহরণ পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মোংলা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চারলেন রাস্তাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্মকান্ড। প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না। এরই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশহিসেবে খুলনার পাইকগাছা ও কয়রায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। শনিবার (২২ জুলাই) বিকালে পাইকগাছা পৌরসভার শহীদ মিনার চত্বরে পাইকগাছা ও কয়রা উপজেলা কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কর্মী সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. সোহরাব আলী সানা।প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জান বাবু। সাংগঠনিক বক্তা ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিক উজ্জামান অশোক।বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফ্ফার হোসেন মোল্লা, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম, সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স।পাইকগাছা উপজেলা কৃষক লীগের আহবায়ক এড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, কৃষক লীগ নেতা নিরঞ্জন কুমার সরদার, আব্দুল করিম মোড়ল, ফারদিন রায়হান জিতু, জিএম আজিজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, জয়দ্রত বাছাড়, রঞ্জিত অধিকারী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও পড়ুন