আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বিআরটিসি’র বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপতৎপরতাকারীদের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা। চেয়ারম্যান তাজুল ইসলামের নেতৃত্বে ঘুরে দাঁড়ালো বিআরটিসি। এডভোকেট সোহানা তাহমিনার মনোনয়ন বৈধ ঘোষণা উচ্চ আদালতে। মুন্সিগঞ্জ-২ আসনে ট্রাক প্রতিক নিয়ে নির্বাচন করবেন এড, সোহানা তাহমিনা। লৌহজংয়ে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হল মহান বিজয় দিবস। লৌহজং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার আয়োজন। লৌহজংয়ে আদালতের রায় অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ, মানবেতর জীবন-যাপন ভুক্তভোগী পরিবার। লৌহজংয়ে ভাওতা দিয়ে লবণের বিনিময়ে সর্বস্ব লুট! লৌহজংয়ে ৫ জয়িতার সম্মাননা লাভ।
||
  • Update Time : জুলাই, ২, ২০২৩, ৭:৪৫ পূর্বাহ্ণ

ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ লুৎফর রহমান এমজেএফ এর দায়িত্ব গ্রহণ!

এম রাসেল সরকার: গতকাল ১লা নভেম্বর শনিবার লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫বি১এর নব নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ লুৎফর রহমান এমজেএফ দায়িত্ব গ্রহণ করেন।

আইপিডিজি লায়ন শরীফ আলী খান লায়ন ভবনের ৯ তম তালায় ডিস্ট্রিক্ট অফিসে এই দায়িত্ব হস্তান্তর করেন।বাংলাদেশের লায়নইজমের গর্ব, ডিস্ট্রিক্ট ৩১৫বি১এর অভিভাবক পিআইডি শেখ কবির হোসেন পিএমজেএফ ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ লুৎফর রহমান এমজেএফ কে গভর্নরের চেয়ারে বসিয়ে পিন পড়িয়ে দেন।

ডিস্ট্রিক্ট গভর্নর অনারারি কমিটির এডভাইজার ও GATএরিয়া লিডার নাজমুল হক পিএমজেএফ, কাউন্সিল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব শিকদার এমজেএফ, আইপিসিসি এসকে কামরুল, ভাইস এরিয়া লিডার ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, বিএলএফ চেয়ারম্যান রেজাউল হক এমজেএফ, ডিজি অনারারি কমিটির চেয়ারম্যান পিডিজি লায়ন বেনজির আহমেদ পিএমজেএফ, এডভাইজার পিসিসি মোহাম্মদ ফারুক এমজেএফ, ডিস্ট্রিক্ট ভিশন চেয়ারপার্সন পিসিসি নূরুল ইসলাম মোল্লাহ এমজেএফ, ডিস্ট্রিক্ট ইনভাইররমেনট চেয়ারপার্সন পিডিজি মুজিবুল হক চুন্নু, ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেকনোলজি চেয়ারপার্সন পিডিজি শফিকুল আযম ভূইয়া, ডিস্ট্রিক্ট লায়ন্স কোয়েস্ট চেয়ারপার্সন পিডিজি নিশাত পারভীন হক, ডিস্ট্রিক্ট হাংগার চেয়ারপার্সন পিডিজি এডভোকেট কাজী একলাসুর রহমান, ডিস্ট্রিক্ট জিএমটি ফ্যামিলি এন্ড ওমেনস স্পেসালিস্ট পিডিজি শাহেনা রহমান, ১ম ভাইস কাউন্সিল চেয়ারম্যান ইন্জিনিয়ার মোসতফা কামাল, ১ম ভাইস গভর্নর, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ফারহানা বকস, ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট ৩১৫বি৩ ফারহানা নাজ সুধা,২ য় ভাইস গভর্নর আল মুনির, ৩১৫এ২ মোহাম্মদ হানিফ, ডিস্ট্রিক্ট ইয়ুথ ক্যাম্প এন্ড এক্সচেঞ্জ চেয়ারপারসন শেখ মোসফেক কবির অভি, ২য় ভাইস জেলা গভর্ণর ড সারোয়ার জাহান জামিল, ফার্স্ট লেডি অফ ডিস্ট্রিক্ট শিরিন আক্তার রুবী, কেবিনেট সেক্রেটারী আশিকুজ্জামান চৌধুরী ইমন, কেবিনেট ট্রেজারার মোঃ আসাদুজ্জামান লিটুসহ শতাধিক সিনিয়র লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী একটি বছর সকলে মিলে মানবতার কাজে এগিয়ে যাবে এবং ডিস্ট্রিক্ট গভর্নর এর কল ” Greater fellowship, better service.” সফলতা লাভ করবে। ডিস্ট্রিক্ট পরিচালনার কাজ সুন্দর ভাবে সম্পাদনের জন্য ডিস্ট্রিক্টের ৬২টি ক্লাব বছরের শুরুতেই ডিস্ট্রিক্ট ডিউজ এর চেক ডিস্ট্রিক্ট গভর্নর এর হাতে তুলে দেন ও সব সময়ই পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা গভর্নর ঈদের ছুটির দিনে বৈরী আবহাওয়ার পরও সকলের উপস্থিতি ও আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য সকল সন্মানিত লায়ন নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আগামী বছর টি সকলকে সাথে নিয়ে একসাথে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও পড়ুন