আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বিআরটিসি’র বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপতৎপরতাকারীদের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা। চেয়ারম্যান তাজুল ইসলামের নেতৃত্বে ঘুরে দাঁড়ালো বিআরটিসি। এডভোকেট সোহানা তাহমিনার মনোনয়ন বৈধ ঘোষণা উচ্চ আদালতে। মুন্সিগঞ্জ-২ আসনে ট্রাক প্রতিক নিয়ে নির্বাচন করবেন এড, সোহানা তাহমিনা। লৌহজংয়ে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হল মহান বিজয় দিবস। লৌহজং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার আয়োজন। লৌহজংয়ে আদালতের রায় অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ, মানবেতর জীবন-যাপন ভুক্তভোগী পরিবার। লৌহজংয়ে ভাওতা দিয়ে লবণের বিনিময়ে সর্বস্ব লুট! লৌহজংয়ে ৫ জয়িতার সম্মাননা লাভ।
||
  • Update Time : সেপ্টেম্বর, ৪, ২০২২, ১:৪০ অপরাহ্ণ

গোপালগঞ্জ পৌরসভার নিবন্ধন শাখায় সেবা পেতে ভোগান্তির অভিযোগ!

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জ পৌরসভার নিবন্ধন শাখায় সেবা পেতে ভোগান্তির অভিযোগ উঠেছে। ওই শাখায় কর্মরত নিন্মমান সহকারী তিতাস বিশ্বাসের বিরুদ্ধে সেবা নিতে আসা গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও বাজে ব্যবহার করা সহ সেবা নিতে আসা গ্রাহকদের অযথা হয়রানির অভিযোগ তুলেছেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কুহেলিকা বিশ্বাস।

তিনি গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নিজ ডিউটি শেষ করে ২য় দিনের ন্যায় গোপালগঞ্জ পৌরসভার জন্ম নিবন্ধন শাখায় গিয়ে নিজ সন্তানের জন্ম সনদের একটি ফরম চান ওই শাখায় কর্মরত নিন্মমান সহকারী তিতাস বিশ্বাসের নিকট। কিন্তু ৩টা না বাজলেও তিতাস বিশ্বাস ৩টা বেজেছে বলে তাকে কোন ফরম না দিয়ে পরের দিন আসতে বলেন, এতে কুহেলিকা বিশ্বাস তিনটা বাজে নি বলে প্রতিবাদ করলে তার সাথে দুর্ব্যবহার করেন।

পরে ভুক্তভোগী কুহেলিকা বিশ্বাস বিষয়টি গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেনকে অবগত করে
সুষ্ঠু প্রতিকার চাইতে সেখানে গেলে তাকে না পেয়ে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, নবনির্বাচিত মেয়র মহোদয় গোপালগঞ্জ পৌরবাসীকে আধুনিক একটি পৌরসভা উপহার দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন। অথচ ওই পৌরসভায় কর্মরত কতিপয় অসাধু কর্মচারীরা পৌরসভা তথা তার সুনাম ক্ষুন্ন করছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত তিতাস বিশ্বাসের ০১…২৬৫ নম্বর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।

পৌর সভায় সরকার প্রদত্ত জরুরি ও সকল ধরনের নাগরিক সেবা সমূহ বিনা ভোগান্তিতে পেতে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষকেই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ জানান পৌরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও পড়ুন